ক্ষণিকের অবসাদ || আনজানা ডালিয়া

ক্ষণিকের অবসাদ
আনজানা ডালিয়া


নেই আজ ঘরে ফেরার তাড়া
যেখানে পেতেছো ভালোলাগার শয্যা
সেখানে ঝুলে আছে এখনও
মেঘ লুকিয়ে উঁকি মারা সূর্যরশ্মি
এ তো এক অন্য জগতের সীমারেখা
যেখানে ভালোলাগা শত।
যেখানে মিশে আছে ঘনঘন নিঃশ্বাসে
মুক্তির ছোঁয়াচ।
বয়ে চলার অহংকার নেই ওই আবদ্ধ হ্রদের
উড়োমেঘের সাথে হয় ভাব নিঃস্ব বিষাদের।
আঁধার বক্ষে সময়ের প্রতীক্ষায়
ঠাঁয় দাড়িয়ে আকাশের বারান্দায় শুক্লাদ্বাদশী কেটে দেয় ক্ষণিকের অবসাদ।