ক্ষমা চাইলেন ম্যারাডোনা

ইংল্যান্ডের ওপর বরাবরই ক্ষিপ্ত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ইংলিশরাও সময় সুযোগ হলেই খোঁচাখুঁচি করে এ আর্জেন্টাইনকে। স্বভাবতই ‘চিরশত্রু’র বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিবেশী কলম্বিয়ার হয়ে গলা ফাটিয়েছেন ম্যারাডোনা। এরপর ‘ডাকাতি করে ম্যাচটা জেতানো হয়েছে ইংল্যান্ডকে’ বলে তীব্র সমালোচনা করেছেন রেফারির। তবে এর ২৪ ঘণ্টা পরই অবস্থান পাল্টেছেন ম্যারাডোনা।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি, ‘সাময়িক উত্তেজনার বশে সেদিন আমি এমন কিছু বলে ফেলেছিলাম, যা অযাচিত। ওইদিন আমি কলম্বিয়াকে সমর্থন করেছিলাম। তো, সে কারণে আমি ফিফা এবং এর সভাপতির (জিয়ান্নি ইনফান্তিনো) কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার মন্তব্য যা-ই হোক না কেন, জানি মাঠে রেফারির কাজ কতটা কঠিন। তাদের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। রেফারি এবং ফিফার কাজ খুবই কঠিন।’ উল্লেখ্য, ফিফার অতিথি হিসেবে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচ মাঠে বসে দেখেছেন ডিয়েগো ম্যারাডোনা।