ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনাজপুরের বীরগঞ্জে ছাগল বিতরণ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রথম ধাপে উপজেলার ১৫০টি অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ছাগল দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমসহ আরও অনেকে।

আয়োজকদের মতে, এই প্রকল্পের লক্ষ্য হলো হ্মুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আয় বৃদ্ধি, সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরতা বাড়ানো এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা।

ছাগল পেয়ে বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিনতি হাসদা বলেন, ‘দুটি ছাগল পেয়ে খুব আনন্দিত। এগুলো লালন-পালন করে আয় করতে পারব, পরিবারেও সহযোগিতা হবে।’

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে আয়বৈচিত্র্য সৃষ্টি হবে এবং আত্মনির্ভরতার নতুন সুযোগ উন্মোচিত হবে।