কয়েক সপ্তাহ পরেই নির্বাচন : কংগ্রেসের প্রার্থী তালিকায় নেই প্রিয়াংকা!
ভারতে আগামী কয়েক সপ্তাহ পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিরোধী দল কংগ্রেসের ১৫ প্রার্থীর তালিকায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামও রয়েছে। তবে প্রার্থীদের এই প্রথম তালিকায় প্রিয়াংকা গান্ধী ভদ্রের নাম দেখা যায়নি। চলতি বছরের জানুয়ারিতে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এর পর উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্ব অর্পণ করা হয় তার কাঁধে।
তালিকার ১১ প্রার্থী উত্তরপ্রদেশ থেকে এবং বাকি চারজন গুজরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী আমেথি ও রায়বেরেলি থেকে নির্বাচনে লড়বেন।
প্রিয়াংকা তার মায়ের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে একটি জল্পনা বাজারে চালু ছিল। গত চার বছর ধরে আমেথি ও রায়বেরেলিতে ভাই ও মায়ের হয়ে প্রচারে সক্রিয় ছিলেন প্রিয়াংকা।
তবে বৃহস্পতিবার প্রার্থী তালিকায় সোনিয়া গান্ধীর নাম দেখার পর রাজনীতি থেকে তিনি অবসরে যাচ্ছেন বলে যে গুজব ছিল তার অবসান হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন