খাগড়াছড়ি মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮শে মে) সকাল ১১টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেলছড়ি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: নাজমুল হাসান এর স ালনায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আমান উল্ল্যাহ, সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উন্মুক্ত বাজেট সভায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ ২০২৩-২০২৪অর্থ বছরের ৯৬লাখ টাকার বাজেট ঘোষণা করেন। এর আগে সকাল ১০টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যন্যের মধ্যে বেলছড়ি বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক, বেলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আমির হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার আল আমিন, ১নং ওয়ার্ড মেম্বার মো: টিপু সুলতান, ৬নং ওয়ার্ড মেম্বার রুহল আমিন, বিশিষ্ট সমাজ সেবক মো: বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: অহিদুর রহমানসহ জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন