খাগড়াছড়িতে তিনদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলাতে তিনদিনব্যাপী তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার মাটিরাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”—এর আওতায় তিনদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার(৪ঠা ফেব্রুুয়ারী ২০২৫) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় মহিলা সংস্থার অধীনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে লাল ফিতা ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মনজুর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও আয়োজক কমিটির আহ্বায়ক আশা ত্রিপুরা।
নারী উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তারা নিজেদের তৈরি পিঠা, কাপড়সহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারছেন, যা তাদের আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করছে। তবে তারা চান, মেলাটি তিন দিনের পরিবর্তে অন্তত: ৭—১০দিনব্যাপী আয়োজন করা হোক।
আয়োজক কমিটির আহ্বায়ক আশা ত্রিপুরা জানান, তিনদিনব্যাপী এ মেলায় ৩৫টি স্টল রয়েছে। এতে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি প্রায় ৪৫ধরনের ঐতিহ্যবাহী পিঠা—পুলি, আচার, পোশাক ও অন্যান্য পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়াও পাহাড়িদের ঐতিহ্যবাহী রিনাই, রিসা এবং নারীদের জন্য হাতে তৈরি গহনা, যেমন— রাংবাতাং, চুড়ি, কানের দুলসহ নানান ধরনের পোশাকও মেলায় পাওয়া যাচ্ছে।
এসময় অতিথিরা বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, “নারী উদ্যোক্তারা যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এ মেলা তাদের পণ্য বিক্রির সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে। পাশাপাশি, তাদের জন্য স্থায়ীভাবে একটি পণ্য বিক্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যেখানে তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলার প্রশিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। মূলত: নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। ৩দিনব্যাপী আয়োজিত মেলায় রয়েছে ৩৫টি স্টল। যেখানে নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনাসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।
এ মেলায় জেলার ৩৫জন উদ্যোক্তাদের ৩৫টি স্থল স্থান পেয়েছে। আগামী(৪—৬) ফেব্রুুয়ারী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। মেলা ৪ঠা ফেব্রুুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন