খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/khagrachari-golcup-fotbal-tonament-opning-khdc-pic-05-01-2025-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটি আয়োজনে রোববার(৩রা জানুয়ারী) সকালে খাগড়াছড়ি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ, শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল বনাম গুইমারা উপজেলা বালক দল ও বালিকা খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালিকা দল বিপক্ষে মানিকছড়ি উপজেলা বালিকা দল খেলেছে।
এসময় জেলার ৯টি উপজেলার থেকে ৯টি বালক দল ও ৯টি বালিকা দল অংশ গ্রহন করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন