খাগড়াছড়িতে বিশ্ব যুব দক্ষতা দিবস র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে এআই ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুব ক্ষমতায়ন এই প্রতিপাদ্য সামনে রেখে জেলাতে উদযাপিত হলো বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে হিলটপ গেস্ট হাউস কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে আইএলও বাংলাদেশ এর বাস্তবায়নে চৎড়এজঊঝঝ প্রকল্প এর সহায়তায় এবং কানাডা সরকারের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র সভাপতি এস অনন্ত বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নারায়ন চন্দ্র খাঁ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা(অও) ও ডিজিটাল দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই যুগে কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে যুব সমাজকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন, যুব প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আলোচনায় অংশ গ্রহণকারীরা ডিজিটাল দক্ষতা অর্জনে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুযোগ ও সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর জোর দেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও স¤প্রসারিত হবে এবং পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকাগুলোর যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মজগতে অংশ নিতে অনুপ্রাণিত করবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রজেক্ট ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের টিএএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়ক পাইউমং চোধুরীসহ অন্যান্য উপস্থিত ছিলেন। এছাড়াও ১০০জন যুবক-যুবতীরা অংশ নেন।