খাগড়াছড়িতে সেনা অভিযানের নামে ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সাজেক পাড়া এলাকায় সেনাবাহিনী অভিযানের নামে পাহাড়িদের ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।

শনিবার (২ আগস্ট) ৭টার সময় সেনারা সাজেক পাড়ায় গিয়ে সন্তোষ কুমার চাকমা(৬০), পিতা-মৃত সুরশি বালা বাপ ও জেকো চাকমা(২৫), পিতা-প্রদীপ কুমার চাকমাসহ আরা ৩/৪টি বাড়িতে তল্লাশি চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে গতকাল (শুক্রবার) সকাল ৭টার দিকে সেনারা সাজেক পাড়ায় প্রবেশ করে বিভিন্ন জায়গায় অবস্থায় নেয়। পরে সেখান থেকে সকাল ১০টার দিকে সেনারা বড় পাড়া ও দেওয়ান পাড়া ক্যাম্পের দিকে চলে যায়। এরপর বিকলে ৪টায় আবারো গাড়ি ও টমটমে করে সেনারা সাজেক পাড়ার পাশে গিয়ে অবস্থান নেয়।

সেখান থেকেই শনিবার সকালে আবার সাজেক পাড়ায় গিয়ে উক্ত হয়রানিমূলক তল্লাশি চালাচ্ছে সেনারা।
এলাকবাসী জানায়, গত ২৭শে জুলাই পানছড়িতে বেড়াতে গিয়ে জেএসএস সন্তু গ্রæুপের সশস্ত্র কর্মীদের হাতে খুন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমা। ৩রা আগস্ট ২০২৫, রোববার সাজেক পাড়ায় তার নিজ বাড়িতে সাপ্তাহিক ক্রিয়ার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

তাই, জনমনে আতঙ্ক তৈরি করতে সেনারা এ ধরনের অভিযান ও হয়রানিমূলক তল্লাশি চালাচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন। তারা সেনা তল্লাশি বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা সন্তু গ্রুপের হাতে খুন হওয়া খুকু চাকমার বাড়িতে অবস্থান করছিল এবং তল্লাশি চালাচ্ছিল বলে স্থানীয়রা জানান।