খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজাসহ যুবক আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় গাঁজাসহ এক যুবকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: ফরিদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিলক ধন চাকমা(২২) গাঁজাসহ আটক করে।
ঈুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নিলক ধন চাকমা (২২) মেরুং ইউনিয়নের পূর্বচন্দ্র কার্বারী পাড়া শুভা রঞ্জন চাকমার ছেলে।
পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মো: ফরিদুল আলম বাদী হইয়া এজাহার দায়ের করিলে দীঘিনালা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়। এসময় তার শরীরের ব্যাপক তল্লাশি চালিয়ে ৩শত গ্রাম গাঁজা পাওয়া যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, গাঁজাসহ আটককৃত নিলক ধন চাকমা নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সালের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকে বিরুদ্ধে জিরো টরারেন্স হিসেবে পুলিশ কাজ করছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন