খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবন্ধী ব্যক্তিকে সেনাবাহিনীর অর্থ সহায়তা প্রদান
খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিকে সেনাবাহিনীর অর্থ সহায়তা তুলে দেন জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব। জেলার দীঘিনালায় দুস্থ ও অসহায় প্রতিবন্ধী এক ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার(১১ই মে) সকালে দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল রুমন পারভেজ এর পক্ষে জোন সদরে এ সহায়তা তুলে দেন জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব।
সহায়তা পেয়ে বেতছড়ি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিবন্ধি মানুষ। আমার দুইপা নেই। সেনাবাহিনী আমাকে নগদ অর্থ সহায়তা দেওয়ায় বসতবাড়ি তৈরি করতে পাড়বো। বর্ষার মাসে পরিবার নিয়ে ঘরে মাথাগোজার ঠাঁই হবে।
বিতরণকালে দীঘিনালা সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব বলেন, ‘দীঘিনালা সেনা জোন সবসময় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার(ভারপ্রাপ্ত) এসএম আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন