খাগড়াছড়ির পানছড়ি মধ্য মোল্লাপাড়া জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলার মধ্য মোল্লাপাড়া জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ই মে) সকাল ১১টায় জেলার পানছড়ি উপজেলার মধ্যে মোল্লাপাড়া জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।
এ ভবনের উদ্ভোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক মো: আফছার, জিয়া পরিষদের সভাপতি সৈয়দ এম এ বাসার, তাতী দলের সভাপতি মো: নাসির হোসেন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: বজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন