খাগড়াছড়ির মাটিরাংগায় পলাশপুর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলা পলাশপুর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন(৪০ বিজিবি) স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী এবং দুঃস্থ-অসহায় মানুষের জন্য ঢেউটিন, সেলাই মেশিন, শীতবস্ত্র, আর্থিক অনুদান প্রদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পলাশপুর জোনের উদ্যোগে খেদাছড়া ব্যাটালিয়ন(৪০ বিজিবি) দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, শীতবস্ত্র(কম্বল ও চাদর) এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। পলাশপুর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম, পিএসসি, এসব সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বিতরণ সামগ্রীর বিবরণের মধ্যে: ১৩৩টি পরিবার: ৬বান্ডেল ঢেউটিন, ১টি সেলাই মেশিন, নগদ ১৭,০০০টাকা আর্থিক সহায়তা।

শীতবস্ত্র: ১০০টি কম্বল এবং ২২টি চাদর। মসজিদ নির্মাণের জন্য: ৮বস্তা সিমেন্ট। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য: ১০টি বেঞ্চ, ১৫সেট ফুটবল খেলার জার্সি, ১টি ভলিবল এবং ১টি ভলিবল নেট। ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা: জোনের অধীনস্থ জনসাধারণের স্বাস্থ্যসেবায় পলাশপুর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম, পিএসসি, এবং মেডিকেল অফিসার মেজর মো: জাহিন আবদুল্লাহ, এএমসি, এর নেতৃত্বে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
এ ক্যাম্পে ৩১জন পাহাড়ি ও ৬৮জন বাঙালিসহ মোট ৯৯জন দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অপারেশন অফিসার, মেডিকেল অফিসার, কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগটি স্থানীয় জনগণের জন্য প্রশংসনীয় ভূমিকা রেখেছে এবং স¤প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।