খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবারও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় য় আবারও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে। জেলার মাটিরাঙ্গায় ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মাটিরাঙ্গা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি চর্চা কেন্দ্রে ইমাম নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(১৫ই জুন) মাটিরাঙ্গা ৮নং পৌর ওয়ার্ড কাউন্সিলর তওফিকুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ইমাম মামুনর রশিদ জাল প্রত্যয়নপত্র ও নকল অভিজ্ঞতা সনদ দিয়ে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে মাটিরাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি চর্চা কেন্দ্রে ইমাম পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অভিযোগপত্রে আরো বলা হয়, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র্রের পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আল-আমিন এ অবৈধ নিয়োগের পেছনে কাজ করছে।
মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৩শে মে এ মডেল মসজিদে ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ তার নিয়োগের তারিখ।
ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের মাটিরাঙ্গা উপজেলা মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়।
পক্ষান্তরে সদ্য নিয়োগপ্রাপ্ত ইমাম মামুনুর রশিদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যেকোন চেলেঞ্জ মোকাবেলায় তিনি প্রস্তুুত রয়েছেন।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আল-আমিনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন