খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য চুক্তি দিবসে যামিনীপাড়া জোনের মানবিক সহায়তা কার্যক্রম
খাগড়াছড়ি-পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চুক্তির ২৭তম বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে যামিনীপাড়া জোন(২৩ বিজিবি)। গত সোমবার (২রা ডিসেম্বর) সকালে যামিনীপাড়া জোন সদরে এ অনুদান কার্যক্রম উদ্বোধন করেন জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।
এদিন, ৮৬ হাজার ২০০ টাকার অনুদান দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে ছিলথ ৪টি চার্চে নগদ অর্থ, উচ্চশিক্ষার জন্য এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, তবলছড়ি কদমতলী হাই স্কুল মাঠে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ।
এ সময় ১হাজার ৫০জনকে এ সহায়তা দেয়া হয়। যার মধ্যে ৭১২জন পাহাড়ি ও ৩৩৮জন বাঙালি।
জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন, “শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন