খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৯বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় ৯বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণের চেষ্টাকারী মো: হারুন মিয়াঅভিযুক্তকে আটক করেছে পুলিশ। জেলার মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারা এলাকার সুধীর কুমার পাড়ায় মো: হারুন মিয়া (৩৫) নামে এক ফেরিওয়ালা (ভ্রাম্যমান হকার) কর্তৃক ৯ বছরের পাহাড়ি শিশুকে ধর্ষণ চেষ্টার করেছে বলে অভিযোগ পায়।
পরে এলাকাবাসীরা মো: হারুন মিয়াকে মাটিরাঙ্গা পুলিশের নিকট সোপর্দ করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ চেষ্টাকারী মো: হারুন মিয়াকে হাতে নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন। গত শুক্রবার(২রা মে ২০২৫) দুপুরে পরে এ ঘটনা ঘটে।
ধর্ষণ চেষ্টাকারী হারুন মিয়ার, পিতার নাম মো: জানু মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপর তলায়। তবে বর্তমানে সে মাটিরাঙ্গা সদরে অবস্থান করে বলে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় মো: হারুণ মিয়া তার মালামাল(হাড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র) বিক্রির জন্য সুধীর কুমার পাড়ায় যায়। এ সময় সেখানে ৯বছরের এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
এতে শিশুটি চিৎকার দিলে তার মাসি তৎক্ষনাত দৌঁড়ে গিয়ে হারুন মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করতে দেখলে গ্রামের অন্যান্যদের ডাক দেন। পরে লোকজন ছুটে গিয়ে হারুণ মিয়াকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে। এরপর এলাকাবাসী মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয় এবং মো: হারুন মিয়াকে পুলিশের নিকট সোপর্দ করে।
এর আগে মো: হারুন মিয়ার নামে থানায় আগের ১টি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
উত্তেজিত এলাকাবাসীরা শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মো: হারুন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাটিরাঙা থানার ওসি মো: তৌফিকুল ঘটনাটি স্বীকার করে জানান, এলাবাসীর অভিযোগে ধর্ষনে অভিযুক্ত আসামী মো: হারুন মিয়াকে পুলিশের নিকট সোপর্দ করলে।
ভিকটিম জবানবন্ধি তদন্ত সাপেক্ষে আইনানুক বিহিত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন