খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান এর মাটিরাঙ্গা উপজেলায় আগমন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ই মে)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ হাওলাদার। এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইন শৃঙ্খলা স্বাভাবিক সহ মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি মাটিরাঙ্গা উপজেলার উন্নয়নের সকল সুবিধা-অসুবিধা’র পদক্ষেপ নিবেন বলে আশাব্যক্ত করেন। তিনি আরো বলেন, প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি প্রশাসক এসএসসি পরীক্ষার কেন্দ্র ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন