খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেছে। জেলার মানিকছড়িতে ২০২৪-২৫অর্থ বছরে খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে উফশী জাতের আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ওসমান গনি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।
কর্মসূচির আওতায় রোপা আমন আবাদের জন্য উপজেলার চার ইউনিয়নের ৬২০জন প্রান্তিক কৃষককে জন প্রতি ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ৫কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে’।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন