খাগড়াছড়ির রামগড়ে ওপেন হাউজ ডে: আইনশৃঙ্খলা ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ওপেন হাউজ ডে: আইনশৃঙ্খলা ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সহযোগিতার আহŸান জানিয়েছেন। রামগড় থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে।
বুধবার (১৩ আগষ্ট) সকালে থানার কনফারেন্স রুমে রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।
সভায় রামগড় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং, চুরি ও ডাকাতি রোধে কমিউনিটি পুলিশিং কমিটি এবং রামগড় থানা পুলিশের কার্যকর ভূমিকা রাখার আহŸান জানান বক্তারা।
অনুষ্ঠানে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর সভাপতি মো: ফয়েজ আহমেদ, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক মো: বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, রামগড় বাজার কমিটির সভাপতি মো: জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন