খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা প্রদান করা হয়েছে। জেলার গুইমারা রিজিয়নের ৩২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ল²ীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২২শে জানুয়ারি) সকালে ল²ীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানবিক সহায়তা দেন ২৪আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা।

মানবিক সহায়তার মধ্যে রয়েছে টিন, কৃষিপণ্য, শীতবস্ত্র কম্বল, সোলার সিস্টেম ও সেলাই মেশিন। এ ছাড়া ৩০০রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী, বই দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বল জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে ল²ীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো: তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়–য়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন উপস্থিত ছিলেন।