খাগড়াছড়ির শহরে মাসব্যাপী সম্প্রিতি বিজয় মেলার উদ্বোধন
খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরে মাসব্যাপী স¤প্রীতি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। জেলাতে মাসব্যাপী বিজয় মেলায় হস্তশিল্প, বস্ত্র ও ক্ষুদ্র-কুঠির শিল্পের প্রদর্শনীকে কেন্দ্র করে স¤প্রীতি বিজয় মেলার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার আবু ইউসুফ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান ও সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, উপজাতীয় নেতা ও সমাজসেবক প্রবীণ চন্দ্র চাকমা, হেডম্যান ও উপজাতীয় নেতা ক্ষেত্র মোহন ত্রিপুরা, উপজাতীয় যুবনেতা ও সমাজসেবক কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস, ব্যবসায়ী ও সমাজসেবক অশোক মজুমদার, পারদর্শী বড়ুয়া, মংসাথোয়াই চৌধুরী, এবং অনিমেষ চাকমা রিংকু।
মেলার আয়োজক কমিটির সভাপতি মো: কামাল পাশা জানান, খাগড়াছড়িতে ২০২২সালের পর থেকে কোনো বড় মেলার আয়োজন করা হয়নি। সা¤প্রতিক সময়ে স¤প্রীতির বন্ধন রক্ষায় বিভিন্ন সমস্যার উদ্ভব হওয়ায় এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য বিশেষ আয়োজনের পাশাপাশি প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।
এই মেলা পাহাড়ি ও বাঙালি স¤প্রদায়ের মধ্যে স¤প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন