খাগড়াছড়ির ৯টি উপজেলা থেকে আসা ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের পরীক্ষা উর্ত্তীন

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলা থেকে আসা ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের পরীক্ষা উর্ত্তীন স্বচ্ছতা বিনা পয়সা ভিত্তিতে মেধা ও যোগ্যতায় ৯জন পুলিশে নিয়োগ পেলেন।

“সেবার ব্রতে চাকরি” এই ¯েøাগানকে সামনে রেখে গত রোববার(৩১শে আগস্ট ২০২৫খ্রি) খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল(বিপিএম) এর সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা(জুন ২০২৫খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষনায় মেধা ও যোগ্যতায় জেলার ৯টি উপজেলা নিয়োগ পেল ৯জন।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন-খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: মিজানুর রহমান পিপিএম(সেবা), রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নাদিরা নূর, পার্বত্য জেলা; ফেনী জেলা সহকারী পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল) তাসলিম হুসাইন ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ।

লিখিত পরীক্ষায় মোট ২২জন অংশ গ্রহনে কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ০৯জনকে চূড়ান্ত মেধা তালিকায় এবং ০২জন অপেক্ষমান তালিকায় স্থান পান।

উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল(বিপিএম) ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক’ অন্জলের খাগড়াছড়ি জেলা সম্মনয়ক প্রকৌ: চাইথোয়াই মারমার মতে, পাহাড়ি আদিবাসী ও স্থানীয় বাংগালীদের সামজষ্য রেখে নিয়োগ করায় পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তবে আরো কঠোরভাবে কাগজ পত্রাদি রাজা/ডিসি কর্তৃক দেয়া প্রত্যয়ন পত্রটি মূল স্থানীয় কিনা খতিয়ে দেখা উচিত। পুলিশ নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানান।