খাগড়াছড়ি বিএনপির বিরুদ্ধে আ.লীগের নেতাকর্মীদের প্রাণ নাশের হুমকি
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি, মিথ্যাচার, মানহানিকর ও বিভ্রান্তিমূলক অপপ্রচারসহ সারাদেশের মত এ জেলাতেও বিএনপির সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করছে।
বিএনপি কর্তৃক খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজমকে প্রাণ নাশের হুমকি, মিথ্যাচার, মানহানিকর ও বিভ্রান্তিমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামলীগ।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজমের উপর বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমএন আবছারের নেতৃত্বে হামলা করা হয় বলেও অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান অন্যথায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, অপপ্রচার ও খুনের রাজনীতি করে পাহাড়ের দানব গডফাদার ওয়াদুদ ভূইয়া। বিএনপি সরকারের সময়ে খাগড়াছড়িতে প্রকাশ্যে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ নানা অপকর্মে লিপ্ত থাকতো বিএনপির সন্ত্রাসীরা।
আয়োজিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রফু চৌধুরী অপু। লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ অসংখ্য নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রেস ব্রিফিংকে মিথ্যাচার উল্লেখ করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, গত ১৯শে অক্টোবর বাসায় যাওয়ার পথে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমকে আইনজীবি ভবনের পেঁছনে বাসার রাস্তায় বিএনপির এক ক্যাডার পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা করে।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাধারন সম্পাদক এমএন আবছার, মংসাথোয়াই মারমা, শ্রমিক দল নেতা রতন ত্রিপুরা, বাদশা মিয়াসহ ৩০ থেকে ৩৫জন অকথ্য ভাষা ব্যবহার করে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক নুরুল আজমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে গত ১২ই অক্টোবর রাতে ঐ সড়কে সাংবাদিকের বাড়ীতে ককটেল হামলা চালানো হয়।
এসকল ঘটনায় সাংবাদিক নুরুল আজম বাদী হলে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর ৪৯৪/২২,২০ অক্টোবর ২০২২।
বিগত বিএনপি সরকারের সময় ওয়াদুদ ভূইয়ার হাজারো অপকর্মের কথা জানেন দেশবাসী। তার নির্যাতনে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়ি-ঘর ছাড়তে হয়েছে। আওয়ামী নেতাকর্মীদের জমি জবর দখল, সরকারি কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ, খাগড়াছড়ি প্রেসক্লাবে হামলাসহ আওয়ামীলীগের ২৪জন নেতাকর্মী হত্যার আসামী ওয়াদুদ ভূইয়া সে সময় শান্তি চুক্তির মঞ্চ বানিয়ে প্রকাশ্যে সাংবাদিক ও আওয়ামীলীগ নেতাদের হত্যার নির্দেশ ওয়াদুদ ভূইয়া দিয়েছিলো।
এ সকল ঘটনা দেশের শীর্ষ মিডিয়া গুলোতে প্রকাশিত হয়।
উল্লেখ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ বিএনপির নেতাকর্মীদের নামে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত সোমবার (২৩শে অক্টোবর) খাগড়াছড়ি জেলা বিএনপির প্রেস ব্রিফিং করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন