খাগড়াছড়িতে এক পরিবারের ৪ শিশুপুত্র পঙ্গু, সহযোগিতা কামনা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির উপজেলার অভাব-অনটনে অস্বচ্ছল একই পরিবারের ৪জন ছেলেই পঙ্গু। সহযোগিতা কামনা করেছেন তারা।
নিংপ্রুচাই মারমা ও আরেমা মারমা দম্পতির এক মেয়ে ও চার ছেলে। জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত চৌংড়াছড়ির রোয়াজাপাড়া গ্রামে পাহাড়ের কোল ঘেঁষে ছোট ঘরে তাদের বাস। কোনো রকমে দিন চলে যায়। এর মধ্যে অভাবের সংসারে চার ছেলেই পঙ্গু। নিংপ্রু মারমা নিজেও দুর্ঘটনার পর কাজ করতে পারেন না। এই পরিস্থিতিতে চরম বিপদে পড়েছে অভাবে পরিবারটি।
জানা যায়, বাঁশের বেড়ার একটি ছোট ঘরে তারা বসবাস করে। সেটারও জায়গায় জায়গায় ভাঙা। শীতে ঘরে বাতাস ও কুয়াশা অনায়াসে ঢুকতে পারে। অভাবের সংসার হলেও পাঁচ সন্তানকে নিয়ে সুখী ছিলেন নিংপ্রু মারমা ও আরেমা মারমা। সন্তানরা বেড়ে উঠছিল স্বাভাবিকভাবেই। কিন্তু ছেলেদের বয়স ৮থেকে ১০বছর হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
প্রথম ছেলে উচিমং মারমার বয়স যখন আট বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোর পর ভালো হয়ে ওঠে। পরে হঠাৎ করে অজ্ঞাত রোগে ধীরে ধীরে হাত-পা শুকিয়ে যায়। দ্ররিদ্র বাবা নিংপ্রু মারমা ছেলেকে কয়েকবার মহালছড়িতে নিয়ে চিকিৎসা করিয়েছেন। কিন্তু পরে আর ভালো হয়ে ওঠেনি। এমনি করে আরও তিন সন্তানের একই অবস্থা হয়। বর্তমানে তার ছেলে উচিমং মারমা (১৮), থুইচানু মারমা (১৫), থুইসাচিং মারমা (১২) ও সুইসাচিং মারমা (৯) সবাই অসুস্থ। এক দুঘর্টনায় আঘাত পেয়ে নিংপ্রু মারমাও কাজ করতে পারেন না। তিনিও পঙ্গু হওয়ার পথে। এই অবস্থায় অস্বচ্ছ পরিবারটি নিঃস্ব হওয়ার পথে।
নিংপ্রু মারমা বলেন, দুই ছেলে আগে পঙ্গু হয়েছে। পরে আরও দুই জনও পঙ্গু হয়ে গেছে। নিজের কোনও জায়গা-জমি নেই। সরকারি খাস জায়গায় থাকেন। সরকারের সহযোগিতায় কোনো রকমে বেঁচে আছেন। কিন্তু নিজে করতে পারেন না। সংসারেও লোক কম নয়।
তাই পরিবারের জন্য সরকারের কাছে আরও সহযোগিতা কামনা করেন তিনি।
আরেমা মারমা বলেন, তাদের পরিবারের ছয় জনের মধ্যে তিনি ছাড়া সবাই অসুস্থ। খুব কষ্টে আছেন তারা। নিংপ্রু মারমাও কাজ করতে পারেন না। প্রতিবন্ধী ভাতা নিয়ে চলছে সংসার। তিনি সরকারের কাছে চিকিৎসা ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
রোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংচিংউ মারমা বলেন, নিংপ্রু মারমার ছেলেরা তাদের স্কুলে পড়তো। তারা অসুস্থ পড়ায় স্কুলে আসতে পারেনি। নিরূপায় হয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছে।
আরেক সহকারী শিক্ষক বসুদেব চাকমা বলেন, একই পরিবারের প্রায় সবাই কর্মহীন। এলাকাবাসী তাদের দেখে কিন্তু, কত আর দেখা যায়? তাদের জন্য স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া দরকার।
খাগড়াছড়ি জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মো. শাহাজাহান বলেন, তারা যখন প্রথম আসে, তখন চিকিৎসা করিয়েছেন। তারা নিয়মিত আসতে না পারায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। এ ছাড়া তাদের রোগ বিরল। সিভিল সার্জনসহ মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা করা হয়, তাহলে হয়তো রোগ থেকে মুক্তি পেতে পারতো।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা বলেন, বিষয়টি আগে জানা ছিল না। যেহেতু অবগত হয়েছেন, তারা শিশু ও মেডিসিন বিশেজ্ঞ চিকিৎসকের সম্বনয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন