খাগড়াছড়িতে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত
খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
দিনটি উপলক্ষে রোববার (৯ অক্টোবর) খাগড়াছড়ির সকল বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালা ছিল। সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহণ করেন।
পরে বুদ্ধের উদ্দেশ্যে ফুল পূজা, বুদ্ধ পূজা, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দানসহ নানাবিধ দান করেন। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন।
বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর, এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন।
এদিকে, সন্ধ্যায় খাগড়াছড়ি ধর্মপুর আর্য বন বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বলন ও চুলামনি ধাতু জাদির উদ্দেশ্যে ফানুস উড়ানো হবে। এরপর থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন