খাগড়াছড়ির ভাইবোনছড়ায় সোলার হোম সিস্টেম বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় জেলার ভাইবোনছড়ায় ১হাজার ৭৭টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ই মার্চ) সকালে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য অ লের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টায় আজ পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি সুফল পাচ্ছি।
তিনি আরো বলেন, দেশ আমাদের, এত উন্নয়ন হচ্ছে এদেশে। মানুষের চাহিদা অনেক, চাহিদা অফুরন্ত, আমাদের সম্পদ সীমিত, অভাব অফুরন্ত। আমরা ধাপে ধাপে পার্বত্যা লের সকল চাহিদা, সকল অভাব পূরণ করে দেবো বলে আশ্বাস দেন। এ দিন ভাইবোনছড়া ইউনিয়ন ৬টি ওয়ার্ডে মোট ১হাজার ৭৭টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। ১নং ওয়ার্ড ৩’শ ৪৪পরিবার, ২নং ওয়ার্ডে ১’শ ৩৯পরিবার, ৪নং ওয়ার্ডে ৮১পরিবার, ৫নং ওয়ার্ডে ৬৩পরিবার, ৭নং ওয়ার্ডে ১’শ ৫৭পরিবার, ৯নং ওয়ার্ডে ২’শ ৯৩পরিবারের মাঝে হোম সোলার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও সদস্য বাস্তবায়ন উপ-সচিব মো: হারুন-অর-রশিদ রশিদ, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম প্রমুখ।
এছাড়াও জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিংথুই মারমা, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপির চেয়ারম্যান সুজন চাকমা, ইউপি সদস্য মংসানু মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন