খাগড়াছড়ির পানছড়ি ইউপির নতুন চেয়ারম্যান উচিত মনি চাকমা
খাগড়াছড়ি পাার্বত্য জেলার পানছড়ি উপজেলায় স্থগিত হওয়া কেন্দ্র দুটির ভোট গননা শেষে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উচিত মনি চাকমা। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা ৬৬৮৯ ভোট আর নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলের মো: নাজির হোসেন পেয়েছে ৬৩৯০ভোট।
এদিকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ভোট নেওয়ার অভিযোগ এনে স্থগিত কেন্দ্রে পূনরায় ভোট গ্রহনের দাবী জানিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মো: নাজির হোসেন। তবে উপজেলা রিটানিং কর্মকর্তা রিকল চাকমা বে-সরকারীভাবে উচিত মনি চাকমাকে জয়ী ঘোষনা করেছেন।
সোমবার(২১শে মার্চ ) সকাল থেকে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা দলে দলে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। গত ৭ই ফেব্রæুয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের নির্বাচনে ৩নং পানছড়ি ইউপির ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে বিশৃঙ্খলা অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করা হয়েছিল। কেন্দ্র দুটিতে মোট ভোটসংখ্যা ছিল ৪৬২৮। কেন্দ্র দুটি ছাড়া বাকী সাত কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রায় ১২০০ভোটে এগিয়ে ছিল।
এবারের সপ্তম ধাপে ই্উপি নির্বাচনে পানছড়ি উপজেলার ৫টি ইউপিতে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা সবাই নতুন মুখ।
১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৯০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পায় ২৮০৪ভোট।
২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৪৬০ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পায় ১২৮০ভোট।
৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২৭১২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২৬৭৩ভোট।
৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৩০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পায় ৩৭৫৯ভোট।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সর্বশেষ ধাপে ৭ই ফেব্রুয়ারী ২০২২খ্রি: পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুটি কেন্দ্রের মধ্যে একটি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ১৭৮৪। ৮নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা ২৮৪৪জন। মোট দুটি কেন্দ্রে ৪৬২৮জন ভোটারের ভোট গ্রহন করা হয়। এখানে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য গন নির্বাচিত হওয়ার ফলে বাকিগুলো নির্বাচন করতে হয়েছে। ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২জন প্রার্থী সমান ভোট পাওয়ায় রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুনঃ ভোট গ্রহন করা হয়েছে। পানছড়ি উপজেলায় স্থগিত হওয়া কেন্দ্র তিনটিতে সকাল থেকে শুরু হয় ভোট গ্রহন। গত ৭ই ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের নির্বাচনে উল্টাছড়ি ইউপির ৬নং ওয়ার্ড রোহিন্দ্র কার্বারী পাড়ায় কেন্দ্রে দু’জন সমান সংখ্যক ভোট পাওয়াতে পূনরায় নির্বাচন হয়েছে। অপরদিকে ৩নং পানছড়ি ইউপির ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে বিশৃংখল ও অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করা হয়েছিল বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিচানিং অফিসার রিকল চাকমা।
এদিকে পানছড়ি উপজেলায় ৩নং সদর ইউপির স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট গ্রহন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নৌকার মনোনীত প্রার্থী মো: নাজির হোসেনের অভিযোগ। তিনি বলেন, কতিপয় প্রশাসন অপশক্তির সাথে তাল মিলিয়ে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে পায়তারা চালিয়েছে। তারা সতন্ত্র দলের প্রার্থীকে এগিয়ে নিতে বিভিন্ন কৌশলে কাজ করেছে। এটা সরকারের দলীয় লোকের জন্য খুবই দুঃখজনক বিষয়। আওয়ামীলীগ সরকারের দুর্নাম ঘটনার জন্য তারা এই ঘটনা ঘটাচ্ছে। গতবারও প্রশাসন পরিকল্পিতভাবে ভোটগ্রহণের শেষ মুহুর্তে কেন্দ্র স্থগিত করেছে। স্থগিত করার মতো কোনো ঘটনা তখন ঘটেনি। তিনি আরও বলেন, প্রশাসন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। এটা কখনো কাম্য নই। প্রশাসনিকভাবে আমাকে হযরানি করেছে। কেন্দ্র পরিদর্শনের জন্য ডুকতে দিচ্ছেন না। বাহিরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কতিপয় প্রশাসন তাদের সাথে তাল মিলিয়ে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজ করেছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আনছারুল করিম বলেন, সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়েছে দুটি কেন্দ্রে। নিরাপদভাবে সকল ভোটার কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। এখনো কোনো সমস্যা হয়নি। সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহন। কেন্দ্রের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী আছে। কোনো প্রকার অন্যায় কার্যক্রম চালানোর সুযোগ নেই।
প্রিজাইডিং কর্মকর্তা মো: জাকারিয়া চৌধুরী বলেন, পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। আমাদের কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা ও অপীতিকর ঘটনা নেই। আশাকরি শেষ পর্যন্ত এমন সুষ্ঠু পরিস্থিতি অব্যাহত ছিল। আমাদের কেন্দ্রে পর্যাপ্ত পরিমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রিকল চাকমা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো: আতিয়ার রহমানের ১৫ই মার্চ ২০২২খ্রি: তারিখে স্বাক্ষরিত পত্র মুলে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের বিশৃঙ্খলা ও ভোট অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত চেয়ারম্যান, ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, ৫নং সাধারন ওয়ার্ডের সদস্য নির্বাচিত করতে ১টি ভোট কেন্দ্র ও ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য, ৩নং সংরক্ষিত সদস্যসহ চেয়ারম্যান প্রার্থীদের পুন: ভোট গ্রহন করা হয়েছে। এছাড়াও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২জন প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও পুন: ভোট গ্রহন করা হয়। আমরা সুষ্ঠ নির্বাচন দিয়ে সকল প্রশাসন ও ভোটার গনের সহযোগীতায় সম্পন্ন করতে পেরেছি।
এ ব্যাপারে রিটানিং অফিসার রিকল চাকমা আরো জানান, কেন্দ্র পরিবর্তন একখানা আবেদন হাতে পেয়েছি যা যাচাই-বাচাই করা হয়েছে। ৩নং পানছড়ি ইউপির কেন্দ্র দুটিতে মোট ভোটসংখ্যা ৪৬২৮। কেন্দ্র দুটি ছাড়া বাকী ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা প্রায় ১২০০ ভোটে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি ৭ম ধাপের অনুষ্ঠিত পানছড়ি ইউপি নির্বাচনে ভোট গ্রহনের সময় কারচুপির অভিযোগে ৩নং সদর ইউপির দুটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হয়। জেলার পানছড়ি উপজেলার সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনের ৫টি ইউনিয়নের ২টি বন্ধ ঘোষিত কেন্দ্র ও ১টি সমভোট কেন্দ্রের পুন: ভোট গ্রহন ২১ মার্চ ২০২২ অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন