খামোশ বললেই জনগণ চুপ হবে না, ড. কামালকে প্রধানমন্ত্রী
গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ফের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করায় এর আগেও ড. কামাল হোসেনের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘খামোশ বললেই জনগণ চুপ হবে না।’
শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান গেটে সাংবাদিকদের সঙ্গে ড. কামালের বাকবিতণ্ডার জের ধরে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতারা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে!’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলব। এ অপরাধীরা যেন ভোট না পায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন