খালিয়াজুরীতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার খালিয়াজুরীতে বনার্ঢ্য র‍্যালীসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় খালিয়াজুরী কলেজ মাঠে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খালিয়াজুরী উপজেলা কৃষকদলের সভাপতি দেলোয়ার জাহান জন্টুর সভাপতিত্বে, সাধারন সম্পাদক পান্ডব সরকারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদুল আলম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক তালুকদার ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন।

এসময় উপজেলা কৃষকদলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, তাতিঁদল ও ওলামাদল এর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অনতিবিলম্বে কারামুক্তির দাবি জানান।