খালেদা জিয়াকে তাঁর জীবন ও সংগ্রামের বই হস্তান্তর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/খালেদা-জিয়া-.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়া হয়েছে তাঁর জীবন, আন্দোলন ও সংগ্রাম নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বই।
শনিবার রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার হাতে বইটি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ।
মরহুম সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটির ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, মিসেস মাহফুজল্লাহ দিনারজাদী বেগম, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা, শাহরিয়ার সুলতান ও প্রকাশক মো. জহির দীপ্তি।
বিএনপি মহাসচিবসহ নেতারা এ সময় চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন