ভিডিও
খালেদা জিয়াকে নিয়ে এবার মার্কিন শিল্পীর গান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী জেসিকা নিনা।
ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশন করা হয়।
এর আগেও খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন।
এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ১৯৯০ সালে একটি সফল গণ-অভ্যুত্থান হয়েছিল। তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের শুরু হয়। তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন