আ.লীগের পতন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। আসেন কেন্দ্রীয় নেতারাও। সরকার মানবিক হয়ে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে উদ্যোগী হবেন এমন আশা প্রকাশ করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ হেরে গেছে। এ থেকেই প্রমাণ হয় যে, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুপুরে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পক্ষ থেকে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে। সরকার মিথ্যা কথা বলছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে, রাজধানীর পাশাপাশি দেশের সকল বিভাগীয় শহরেও বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সোমবার (২৯ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শান্তিনগরসহ বেশ কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে লিফলেট দেন নেতারা।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, লিভারে রক্তরক্ষণের কারণে বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক। দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা না হলে বেগম জিয়ার মৃত্যুঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সরকারকে মানবিক দিক বিবেচনার আহ্বান জানান তিনি।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ১৬ দিন পর রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার পরামর্শ দেন তার চিকিৎসকরা।