সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড
খালেদা জিয়ার লিভার সিরোসিস, দেশে চিকিৎসা নেই
অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী।
রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
ডা. সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার এই রোগের উন্নত চিকিৎসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা জার্মানিতে সম্ভব।এসময় দেশে নিজেদের সাধ্যের মধ্যে তাকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি দ্বিতীয়বার সামাল দেয়া কঠিন হবে।
বাংলাদেশে দুই থেকে তিন বার রক্তক্ষরণ সামাল দেয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন মেডিকেল বোর্ডের প্রধান।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন খালেদা জিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন