খালেদা জিয়ার সঙ্গে মালয়েশীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ বুধবার

মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের উপস্থিত থাকার কথা আছে।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। একই দিন সকালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















