‘খালেদা জিয়ার হাজিরা মানে নেতাকর্মীদের অরাজকতা’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়া মানেই তাঁর দলের নেতাকর্মীরা রাস্তায় অরাজকতা তৈরি করা।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে হাজারো দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা বলেন।

কাদের বলেন, ‘তিনি খালেদা জিয়া) আদালতে যান, মানেই হচ্ছে তাঁর দলের লোকেরা পুলিশকে উসকানি দেয়। যাতে করে পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। আইনজীবীদের মধ্যেও হাতাহাতি হয়। তারা নিজেরা নিজেদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। কাজেই কোনটা হবে বলা যায় না।’

হাজার হাজার দুঃস্থ জড়ো হয় শীতবস্ত্র সংগ্রহের জন্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এই গরিব মানুষগুলোকে শীতবস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ধরনের অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই আওয়ামী লীগের রাজনীতি।