খালেদাকে বিদেশে যেতে দিন: মেজর হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে বেগম জিয়া বিদেশে যেতে চান না। কিন্তু তার শরীরে যেসব জটিল রোগ দানা বেধেছে, বিশেষ করে লিভারের যে সমস্যাটা রয়েছে- সেটার চিকিৎসা বাংলাদেশে নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেজন্য তাকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজন।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।
‘বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পণ্ডিত অতীশ দীপঙ্করের অবদান’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বেপারীর পরিচালনায় অধ্যাপিকা দিলারা চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন