খালেদার ওকালতনামা সরবরাহ না করায় রিট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওকালতনামা সরবরাহ না করার অভিযোগ এনে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে রিট আবেদনটি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
রিটে অসহযোগিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, ডিআইজি প্রিজন্স ও জেল সুপারিনটেনডেন্টকে রিটে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে কায়সার কামাল বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। তিনি কারাগারে যাওয়ার পর এসব মামলায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তার স্বাক্ষরযুক্ত ওকালতনামা প্রয়োজন পড়ছে। আমরা তার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে কারা কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছি। কিন্তু, তারা তা সরবরাহ করতে অপারগতা প্রকাশ করছে।’
তিনি বলেন, ‘এর মাধ্যমে খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’
আগামী রোববার বা সোমবার দলীয় জ্যেষ্ঠ আইনজীবীদের নির্দেশনা মোতাবেক কোনো বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে বলেও জানান কায়সার কামাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন