খিচুড়ি রান্নায় বিশ্বরেকর্ড করবে বিজেপি!
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তিনহাজার কেজির খিচুড়ি রান্না করে বিশ্ব রেকর্ড গড়বে। রবিবার ভারতের দিল্লিতে দলিত র্যালিতে এ রান্না করা হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দলিতদের এলাকা দিল্লির রামলিলা ময়দানে বিশ্ব রের্ক্ড গড়তে সব রকমের প্রস্তুতিই গ্রহণ করা হয়েছে। এই খিচুড়ি বিতরণ করা হবে দলের সমর্থক ও কর্মীদের মাঝে। বিজেপির সভাপতি অমিত সাহের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে ২০১৭ সালের নভেম্বর মাসে সঞ্জিব কাপুর ৯১৮ কেজির খিচুড়ি রান্না করে বিশ্ব রেকর্ড করেছিলেন। দেশটির খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দিল্লিতে ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’ উৎসবে সেবার খিচুড়ি রান্না করা হয়েছিল।
কিছুদিন আগেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্টি দলিতদের উন্নয়নে ব্যর্থতার অভিযোগ তুলে কংগ্রেজ। ঠিক এই সময় বিজেপি এই খিচুড়ি উৎসব করতে যাচ্ছে।
জন্তর মন্তরে এক জনসভায় রাহুল গান্ধি বলেছিলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ মোদি দলিতদের তার অন্তরে জায়গা দিতেন তবে তার নীতিতে সেটার বহি:প্রকাশ হতো। তিনি চান দলিত শ্রেণিরা সবসময়ই বঞ্চিত শ্রেণি হিসেবেই থাকুক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন