খুদে ভক্তের ইচ্ছাপূরণ করলেন রোনালদো
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/1504505169.gif)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিছুদিন আগে প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলতে নামার আগে লিওনেল মেসি তার এক খুদে ভক্তের স্বপ্ন পূরণ করেছিলেন। এবার হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ যোগত্যা অর্জন পর্বের ম্যাচে নামার আগে একই ভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোও তার এক খুদে ভক্তের ইচ্ছাপূরণ করলেন।
ম্যাচ খেলতে পর্তুগাল এখন বুদাপেস্তে। নিজের ব্যস্ত সূচির মধ্যেও সময় বের করে নিয়ে বিশেষ ভাবে সক্ষম এই বাচ্চার সঙ্গে দেখা করেন রোনালদো। পরে সেই ছবি পর্তুগাল টিমের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করা হয়। যেখানে লেখা হয়েছে ‘এই খুদে ভক্ত তার আইডলের সঙ্গে দেখা করতে চেয়েছিল। ফুটবল যখন মাঠের বাইরে গিয়েও ম্যাজিক দেখায়। ’
এর আগের ম্যাচেই ফ্যারো আইল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে এসেছে পর্তুগাল। যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। যে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ম্যাচে গোল করার ক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকেও টপকে যান তিনি। চলে আসেন প্রথম পাঁচ গোল স্কোরারের মধ্যে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন