খুলনায় রূপসা সেতু এলাকায় র্যাব-৬ এর অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খুলনায় একটি বড় ধরনের চোরাচালান প্রতিহত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আটক করা হয়েছে ২০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে।
র্যাব সূত্র জানায়, (১৯ জুন) বৃহস্পতিবার গভীর রাতে রূপসা সেতুর পশ্চিম পাশে ইমাদ পরিবহনের একটি বাসে চেকপোস্ট পরিচালনা করে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। গোপন তথ্য ছিল, সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচার করছে।
র্যাব জানায়, চেকপোস্টে বাস থামানোর সঙ্গে সঙ্গে একজন যাত্রী বস্তা হাতে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা- আকসেদ আলী, গ্রামের নাম ধুলিয়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, যা দেশে নিষিদ্ধ মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত। উদ্ধারকৃত ফেন্সিডিল ও আসামিকে খুলনার রূপসা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।
প্রসঙ্গত, খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলাগুলোর কারণে মাদকের একটি প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান সত্ত্বেও নতুন নতুন কৌশলে মাদক পাচারকারীরা সক্রিয় থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন