খুলনার কয়রায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে পরিকল্পনা সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/koyra.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খুলনার কয়রা উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।
এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন জামায়াত ইসলামীর উপজেলা, জেলা ও কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।
কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং পাইকগাছা-খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের কয়রাস্থ ৫নং কয়রার নিজ বাসা সংলগ্ন মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ বৃহ:বার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কর্মী সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আমীর দুপুর ৩ টায় বক্তব্য প্রদান করবেন এবং সেক্রেটারি জেনারেল দুপুর ২ টায় বক্তব্য প্রদান করবেন।
এসময় তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, সমাবেশের ১ কিলোমিটার এর মধ্যে কোন যানবাহন পার্কিং করা যাবে না এবং জনদুর্ভোগ ঠেকাতে সকলকে পরামর্শ দেন। এক লক্ষ জনসমাগমের উপস্থিতির পরিকল্পনা ব্যক্ত করে সকলকে আগামীতে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের ২৫-২৬ সেশনের নির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়নের আমীর মো. মিজানুর রহমান, আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল্লাহ, মহারাজপুর ইউনিয়নের নবনির্বাচিত আমীর শেখ সাইফুল্লাহ, মহেশ্বরীপুর ইউনিয়নে আমীর মো. আবু সাঈদ, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আমীর মাওলানা মতিউর রহমান, বাগালী ইউনিয়নের নবনির্বাচিত আমীরসহ ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীলগণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন