খুলনার কয়রায় পিতার হত্যা মামলা তুলে নিতে খুবি শিক্ষার্থীকে হুমকি

খুলনার কয়রায় আলোচিত শিক্ষক রেজাউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে মামলার বাদী নিহত শিক্ষক রেজাউলের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছে। গত ১০ অক্টোবর ফারজানা কয়রা থানায় এ জিডি করেন এবং জিডি নং-৪২১।

সাধারণ ডায়েরীর বিবরণে জানা গেছে, ফারজানা আক্তারের পিতাকে গত ৫ আগস্ট বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার দুর্বৃত্তরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি।

এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিমের কন্যা ফারজানা আক্তার বাদী হয়ে গত ১৬ আগস্ট ৭ জনকে আসামি করে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৪। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এমতাবস্থায় মামলার আসামি মেহেদী হাসান লিটন, সোহরাব মোল্যা, রুহুল আমিন, সেলিম, ইমদাদুল হক মোল্যা সহ আরও অনেকেই গত ৮ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী ফারজানা আক্তারের বসতবাড়ির সামনে এসে মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।

এ ছাড়া মামলায় সাক্ষী দিলে স্বাক্ষীদের ক্ষতি হবে বলে শাসিয়ে যায়। সেই থেকে মামলার বাদী সহ সাক্ষীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। যার প্রেরিক্ষেতে মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, সাধারণ ডায়েরির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।