গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/08/Kurigram-Reporter-Humanchain-Photo3-21-08-2024-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা সচেতন নাগরিক কমিটি সনাক’র সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল আনম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, আশরাফুল হক রুবেলসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন