গরু রক্ষায় মোদির আইন মানবেন না মমতা
গো-রক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের করা আইন মানবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয় নবান্নে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘একতরফাভাবে আইন বানাচ্ছে কেন্দ্র। আমরা এই আইন মানি না। মানতে বাধ্য নই।’
এ ছাড়া সাংবাদিকদের সামনে মোদির গো-রক্ষা বিষয়ে নানা ক্ষোভের কথাও জানান মমতা। তিনি বলেন, ‘কে কী খাবে, তা কি ওরা ঠিক করে দেবে নাকি? কোথায় কী কেনাবেচা হবে, তাও ঠিক করছে ওরা। এটা কখনই হতে পারে না।’
মমতা আরো বলেন, ‘কেন্দ্র অসাংবিধানিক সিদ্ধান্ত নিচ্ছে। এটা সম্ভব নাকি। এ আইন আমরা মানি না। মানতে বাধ্য নই।’
ওই সংবাদ সম্মেলন থেকে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সীমা লঙ্ঘন করছে কেন্দ্র, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে দেবো না।’ তিনি আরো বলেন, ‘রাজ্যের এখতিয়ারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন মেনে চলে কেন্দ্র। সংবিধান সম্প্রীতির কথা বলে। যা যেন কখনোই না ভাঙে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন