গরুর সঙ্গে ছাগল ফ্রি

একটি গরু কিনলে সঙ্গে দেয়া হবে একটি ছাগল। বাড্ডা আফতাবনগর পশুর হাটে দেখা গেল এমন চিত্র। আর এ অফার দিয়েছেন অনেকেই। এর মধ্যে একজন চুয়াডাঙ্গার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন-একটি বড় গরুর সাথে একটি ছাগল ফ্রি দিবেন।

তিনি বলেন, ‘এই গরুটি তিনি নিজে লালনপালন করেছেন। এবার গরুটির দাম চাচ্ছেন ৮ লাখ টাকা। তবে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। সাড়ে ৪ লাখ হলে গরুটি ছেড়ে দেবেন। আর গরুর সঙ্গে দিবেন একটি ছাগল। যার দাম ৪০ হাজার টাকার মতো।

তিনি বললেন, আজকে অনেক কাস্টমার আছে। গরুটা দ্রুত বিক্রি করার জন্য, ছাগলটা ফ্রিতে দিচ্ছি। এছাড়া এটা ফ্রি দিতে আমার ভালও লাগছে।

বাড্ডা আফতাবনগর কোরবানীর পশুরহাটসহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরীতে বসেছে মোট ২৩টি পশুর হাট। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৪টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বসছে ৯টি পশুর হাট।

হাটের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ ক্যাম্প। আছে সিসি ক্যামেরার ব্যবস্থা। জালনোট শনাক্তকরণের জন্য আছে জালনোট শনাক্তকরণ মেশিন। এছাড়া কেউ যাতে বেশী হাসিল আদায় করতে না পারে সেজন্য হাটের সামনেই পশুর হাসিলের নির্ধারিত হারের তালিকা টাঙ্গানো আছে।