গলায় এসে বিঁধল তির, অল্পের জন্য প্রাণে বাঁচল কিশোরী!
ভারতের বোলপুরের সাই কেন্দ্রে তির ছুড়তে গিয়ে বিপত্তি! এক তিরন্দাজের ছোড়া তিরে বিদ্ধ আর এক তিরন্দাজ। অল্পের জন্য এ যাত্রায় বেঁচে যায় ফজিলা খাতুন নামের ওই কিশোরী তিরন্দাজটি।
এদিন বোলাপুরের সাই কেন্দ্রে তিরন্দাজি অনুশীলন চলছিল। শেখ জুয়েলের (১৪) ছোড়া তির এসে লাগে ফজিলা খাতুনের (১৪) গলায়।
জুয়েল তির ছোড়ার সময়ে ফজিলা স্কোরবোর্ড দেখতে যাচ্ছিল। এমন সময়েই পিছন থেকে এসে তির বিঁধে যায় ফজিলার গলায়। ফজিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বোলাপুর ব্লক হাসপাতালে। সেখান থেকে মহকুমা হাসপাতালে। পরিস্থিতি এখন স্থিতিশীল। ফজিলার গলা থেকে সরানো হয়েছে বিঁধে থাকা তিরটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন