গাইবান্ধায় এনজিও প্রধানদের সাথে মতবিনিময় সভা
যুব সমাজ ও কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে সেইসব এনজিও প্রধানদের সাথে আরএইচস্টেপ’র উদ্যোগে ও আরএইচআরএন-২ প্রকল্পের সহযোগিতায় সোমবার গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেভ দ্যা চিলড্রেন, মমদা ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপসহ ২৫টি এনজিও’র প্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন আরএইচআরএন-২ প্রকল্পের অফিসার তৌসিন আহমেদ সোহেল, হাবিবুল হাসান, আরএইচস্টেপ’র গাইবান্ধা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রকল্প কর্মকর্তা তৌসিন আহমেদ সোহেল, একাউন্ট ও প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাবিব প্রমুখ।
সভার সকলের উদ্দেশ্যে আরএইচস্টেপ’র কাজ সম্পর্কে ধারণা প্রদান করেন। এ সময় অনেকে বিভিন্ন ধরনের মতামত প্রদান করেন। পরে তারা তাদের এনজিও কিভাবে যুব সমাজকে আরো শক্তিশালী ও উন্নত করতে পারে সে স¤পর্কে সকলের মতামত তুলে ধরা হয়। তারা বলেন, সকলে যদি একত্র হয়ে কাজ করে তবেই সমাজের যুবরা ও কিশোর-কিশোরীরা তাদের অধিকার স¤পর্কে সচেতন হবে এবং উন্নত দেশ গঠনে ভবিষ্যতে এগিয়ে আসবে। সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে অনেকেই সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন এবং তারা চান যে কিশোর কিশোরীরা তাদের অধিকার স¤পর্কে অবগত হোক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন