গাইবান্ধায় নদ-নদীর পানি কমতে থাকায় তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন শুরু
উজান থেকে নেমে আসা পানি কমতে থাকায় গাইবানধার তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, কাপাশিয়া ও শ্রীপুর ইউনিয়নের নদী ভাঙ্গনের শিকার ১শ’ ২২ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
অপরদিকে; পানি কমতে শুরু করায় গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, গিদারি, কামারজানি এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, এরেন্ডাবাড়ি, উড়িয়া, ও ফজলুপুর ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে।
এদিকে; জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ বিতরণের জন্য ১৫ লাখ টাকা, গো-খাদ্য ক্রয়ের জন্য ৫ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ২ লাখ টাকা, জিআর হিসেবে চাল, ডাল, শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
অপরদিকে; পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন