গাইবান্ধায় প্রাক্তন বাসদ ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের পুনর্মিলনী
গাইবান্ধায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের ১ নম্বর রেলগেটে বাসদ ও ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতাকর্মীদের এই প্রাক-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের সাবেক সমন্বয়ক জয়নাল আবেদীন রাজু। বক্তব্য রাখেন সাবেক সমন্বয়ক সহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম গোলাপ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক নেতা মাসুদ হাসান লিচু, আমজাদ হোসেন টিপু, ওমর হাবীব বাদসা, আজিজ কল্লোল, ফরিদুল আলী, রাশেদুজ্জামান বাবু, প্রবাল হাসান, কায়সার রহমান রোমেল, বাদল চৌধুরী, রবিউল ইসলাম রানু প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ প্রগতির চিন্তা-চেতনাকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মকে মানবিক, আধুনিক, বিজ্ঞান মনষ্ক করে গড়ে তুলতে বাসদীয় ধারার রাজনীতি ভূমিকা রেখে আসছিল। দলের সাবেক নেতাকর্মীদের শ্রমে-ঘামে এবং অর্থ সহায়তায় জেলা কার্যালয়টি গড়ে ওঠে।
কিন্তু দলের অভ্যন্তরীন ও উপদলীয় কোন্দলে দীর্ঘদিন তালাবদ্ধ পার্টি অফিসটি ধ্বংসের পথে। এজন্য সাবেক নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে অফিসটি সচল রাখতে প্রগতি মনস্ক সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন