গাইবান্ধায় বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোরবার (২৭ আগস্ট) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ইমন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকার মোঃ মোফাজ্জলের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদ বিক্রির খবর পেয়ে শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ গিদারী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত ওই যুবক সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে দতার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানায় র্যাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন